Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

খাল-নদীর রূপ নিয়েছে গাজীপুর মহানগরীর সড়কগুলো

মো. আলফাজ উদ্দীন

প্রকাশিত: ১৯:৪৩, ২ জুন ২০২১

প্রিন্ট:

খাল-নদীর রূপ নিয়েছে গাজীপুর মহানগরীর সড়কগুলো

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে গাজীপুর সিটির অনেক এলাকা। শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোমবার রাতভর টানা বৃষ্টির কারণে মঙ্গলবার মহানগরীর ভোগড়া বাইপাস, নলজানি, চান্দনা চৌরাস্তা, বাসন, খাইলকুর, কলমেশ্বর, গাছা, কুনিয়া, টঙ্গীর হোসেন মার্কেট, কলেজ গেট ও স্টেশন রোড পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানির সঙ্গে দুর্গন্ধযুক্ত নর্দমার ময়লা পানি ও কারখানার বর্জ্য মিশ্রিত পানি মাড়িয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে।

সোমবার, এমনকী মঙ্গলবারেও সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোগড়া বাইপাস ও টঙ্গী স্টেশন রোডসহ আশেপাশে হাঁটুসমান পানি। এতে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ভোগান্তিতে অফিসগামী হাজারও মানুষ। রাস্তায় পানি থাকায় যারা গাড়ি নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়েছেন তারাও পরেছেন বিপাকে। বিকল হচ্ছে গাড়ি, এতে তৈরি হচ্ছে যানজট।

এদিকে মহাসড়ক সংস্কারে বিআরটি প্রজেক্টের কাজ চলায় বড় গর্ত ও খানাখন্দ হয়েছে। ফলে ওই মহাসড়কে সাবধানে ও মন্থর গতিতে গাড়ি চলছে। এতে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় দীর্ঘ যানজট। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer