Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

১২০ টাকার পেঁয়াজ ২২০ : তিন দোকানীকে জরিমানা

কাজী রকিবুল ইসলাম,যশোর

প্রকাশিত: ২৩:১৬, ১৪ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

১২০ টাকার পেঁয়াজ ২২০ : তিন দোকানীকে জরিমানা

যশোর : যশোরে ভ্রাম্যমাণ আদালত পেঁয়াজের দাম বেশী নেয়ায় তিন দোকানীকে সাত হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের বড় বাজার ও চুয়াডাঙ্গা স্ট্যান্ডে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বলেন, শহরের বড় বাজারে অভিযান পরিচালনার সময় নিউ আমিন এন্ড সন্সের মালিক আব্দুল হক ও রেজাউল এন্ড সন্সের মালিক রেজাউল ইসলাম ১২০ টাকা দরে পেঁয়াজ ক্রয় করে ২২০ টাকা দরে বিক্রি করছিলেন। এ জন্য ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় নিউ আমিন এন্ড সন্সের মালিক আমিনুর রহমানকে ৩০০০ টাকা ও রেজাউল এন্ড সন্সের মালিম রেজাউল ইসলামকে ২০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজেস্ট্রেট কাজী আতিকুর রহমান।

অপরদিকে চুয়াডাঙ্গা বাসস্টান্ডে অভিযান চালিয়ে আব্দুল গফুর এন্ড সন্সের মালিক আব্দুল গফুর একই অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান ২০০০ টাকা জরিমানা করে তা আদায় করেন।এসময় কৃষি বিপনন অধিদপ্তারের পরিদর্শক কুতুব উদ্দিন বিশ্বাস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম