Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

রাতে ২০ লাখ চীনা টিকা আসছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০১, ১৭ জুলাই ২০২১

প্রিন্ট:

রাতে ২০ লাখ চীনা টিকা আসছে

চীন থেকে কেনা সিনোফার্মের আরো ২০ লাখ ডোজ টিকা আসছে আজ। দুটি পৃথক উড়োজাহাজে শনিবার রাতে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আজ রাত সাড়ে ১১টার দিকে সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছাবে। প্রতি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে।

তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছে। এ ছাড়াও চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।