Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

দেশে ফের করোনায় মৃত্যু : ২৪ ঘণ্টায় শনাক্ত ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫০, ৫ জুন ২০২৫

প্রিন্ট:

দেশে ফের করোনায় মৃত্যু : ২৪ ঘণ্টায় শনাক্ত ৩

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আবারো একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

এ সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন আরো তিনজন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জনে। সর্বশেষ মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম একজন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, এই দুই দিনে করোনায় সর্বোচ্চ ২৬৪ জন করে প্রাণ হারান।