Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৪ ১৪৩১, সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪

বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে হাসনাত :ফেসবুকে মাকসুদের পোস্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৪, ১৮ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে হাসনাত :ফেসবুকে মাকসুদের পোস্ট

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্যান্ড সংগীতের জনপ্রিয় গায়ক মাকসুদুল হক ম্যাক। তার এই পোস্ট পর নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন।

‘বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে: হাসনাত’- এমন শিরোনামের একটি সংবাদের ফটোকার্ড শেয়ার দিয়েছিলেন মাকসুদ। আর তার ক্যাপশনে লিখেছেন, ‘পূর্বাভাস: ডরাস ক্যা জিহাদি ভাই? ফাঁসি তো খুবই মামুলি জিনিস- তা হয় কারাগারের অভ্যন্তরে। কেউ স্বচক্ষে তা আজ অব্দি দেখে নাই। মাগার তোদের ফাঁসি বা জবাহ আমরা ফেসবুক ইউটিউব ও সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ বা আনসেন্সর্ড দেখুম ইনশাআল্লাহ। ভালো কথা “জম তুপি” পইড়া আমাগো “মজা” নষ্ট করিস না মামা। এনকেলাপ ঝিন্দাভাত।’

মুহূর্তের মধ্যেই গায়কের পোস্টটি ভাইরাল হয় নেটদুনিয়ায়। এর পরই শুরু হয় তীব্র সমালোচনা। মন্তব্যঘরে কেউ কেউ মাকসুদের কাছে প্রশ্ন রাখেন, ‘আপনি এমনভাবে সমালোচনা করতে পারলেন!’

যদিও পরবর্তী সময়ে পোস্টটি আর মাকসুদের টাইমলাইনে খুঁজে পাওয়া যায়নি। তবে পোস্টটির স্ক্রিনশট এখন দাপিয়ে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। এ প্রসঙ্গে আজ সোমবার সকালে আরেকটি স্ট্যাটাস দেন মাকসুদ।

তার কথায়, ‘শুভ সকাল। ডরাই নাই! পোস্টটি আমি না ফেসবুক “রিপোর্ট”-এর ঠেলায় “রিমুভ” করসে।’

উল্লেখ্য, গেল ১২ নভেম্বর ফেসবুকে একটি পোস্ট দেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। যেখানে তিনি লিখেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’

তার এই মন্তব্যটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ফেসবুকে। আর এ নিয়ে খবরের শিরোনামও হন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer