Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

ডিবি কার্যালয়ে লুবাবা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ১৬ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

ডিবি কার্যালয়ে লুবাবা

ছবি- সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। বুধবার ডিবি কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা।এ প্রশ্নের উত্তরে লুবাবার মা বলেন, ‘কয়েকদিন আগে থেকেই ভাবছিলাম এখানে আসব। তবে তেমন কিছু না। এমনিতেই এসেছি ওনার (ডিবি প্রধানের) সঙ্গে দেখা করতে।’

সূত্রের খবর, ফেসবুকে লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এ ছাড়া লুবাবার নামে একাধিক টিকটক অ্যাকাউন্টও খোলা হয়েছে। এ সংক্রান্ত আইনি সেবা নেয়ার জন্য লুবাবা ডিবি কার্যালয়ে যান।
 
এর আগে গত ২৯ অক্টোবর লুবাবার মা জাহিদা ইসলাম জেমি জানান, ‘লুবাবা বাচ্চা একটা মেয়ে। ওর নামে ফেক আইডি খোলা হচ্ছে, লুবাবা টিকটক ব্যবহার করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। আর এসব ফেক আইডি দিয়ে মানুষকে বিভ্রান্ত ও প্রতারণা করা হচ্ছে।’
 
তিনি আরও বলেন, ‘মিডিয়ায় প্রচারিত বক্তব্য কেটে কেটে ভাইরাল করা হয়। ট্রল করা হয়। লুবাবা এখন আর মিডিয়ার সামনে আসতে চায় না। বাসায় কান্নাকাটি করে। ওর দাদিও কান্নাকাটি করে। এগুলো কি ঠিক? আমি ডিবিতে এসব কিছুর বিরুদ্ধে অভিযোগ করবো। আইনি ব্যবস্থা নেব। কেউ ছাড় পাবে না।’

মূলত কিছু দিন আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা বলেন ‘কেন্দে দিয়েছি’। মুহূর্তেই ভাইরাল হয় ওই ভিডিও। তারপর থেকেই ট্রল করা হচ্ছে তাকে নিয়ে।

প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এর পর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। বর্তমানে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী লুবাবা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables