Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৩১ ১৪৩২, বৃহস্পতিবার ১৫ মে ২০২৫

আমি ‘সেফ সেক্স’ প্রচার করি: সানি লিওন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৬, ২৪ অক্টোবর ২০১৫

আপডেট: ০৯:১৭, ২৫ অক্টোবর ২০১৫

প্রিন্ট:

আমি ‘সেফ সেক্স’ প্রচার করি: সানি লিওন

ঢাকা: পর্ন ছবির নায়িকা হিসেবেই পরিচিত তিনি। হালে পা রেখেছেন বলিউডে। বেশ কিছু ছবিতে অভিনয়ও করে ফেলেছেন। কিন্তু, এখনও পর্ন তারকার তকমা থেকে রেহাই মেলেনি সানি লিওনের।

সিনেমার পাশাপাশি গত বছর কনডমের একটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল সানিকে। তারপর থেকেই ফের সানির পিছু নেয় বিতর্ক। এক সিপিআই নেতা সরাসরি তোপ দাগেন সানির বিরুদ্ধে। তার কনডমের বিজ্ঞাপনের জন্যই দেশে ধর্ষণের সংখ্যা বাড়ছে বলে অভিযোগ করেন তিনি। এবার তার সেই বিজ্ঞাপন বিতর্কের বিরুদ্ধেই মুখ খুললেন সানি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, আমি নিরাপদ যৌনতা ও অবাঞ্ছিত গর্ভাবস্থার প্রচার করি। শুধু তাই নয়, গর্ভনিরোধক পিলের তুলনায় কনডমের অনেক বেশি ভালো বলেও মন্তব্য সানির।

তার দাবি, যদি কোনও পরিবার সন্তান নেওয়ার জন্য তৈরি না থাকে, সেক্ষেত্রে কনডম ব্যবহার করাটাই সেরা উপায়। পিলের মতো এর কোনও ক্ষতিকর প্রভাব নেই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer