Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৮ ১৪৩১, বুধবার ২৪ জুলাই ২০২৪

‘দাদা সাহেব ফালকে’ পেলেন বলিউড অভিনেত্রী ওয়াহিদা রহমান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১, ২৭ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

‘দাদা সাহেব ফালকে’ পেলেন বলিউড অভিনেত্রী ওয়াহিদা রহমান

ফাইল ছবি

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান ‘দাদা সাহেব ফালকে’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে ‘দাদা সাহেব ফালকে’ লাইভটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এ পুরস্কার ঘোষণা করেন।ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল অভিনেত্রী ওয়াহিদা রহমান। গাইড, প্যায়াসা, কাগজ কে ফুল, সাহেব বিবি গোলাম, খামোশি প্রভৃতি ভারতীয় সিনেমা ইতিহাসে নতুন ধারার সৃষ্টি করে।

প্রায় ৫ দশকেরও বেশি সময়ব্যাপী ক্যারিয়ারে ওয়াহিদা রহমান রেশমা ও শেরা সিনেমার জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও। এ ছাড়া তার ঝুলিতে রয়েছে পদ্মশ্রী আর পদ্মভূষণ সম্মানও।

১৯৩৬ সালের ১৪ মে ভারতের তামিলনাড়ু রাজ্যে জন্মগ্রহণ করেন ওয়াহিদা। ১৯৫৬ সালে ‘সিআইডি’ সিনেমা থেকে অভিনয়ে জগতে পা রাখেন তিনি। এ সিনেমার সাফল্যের পর ১৯৫৭ সালে ‘পয়সা’ সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি।

ষাট, সত্তর ও আশির দশকে ওয়াহিদা ছিলেন হিন্দি সিনেমার খ্যাতিমান অভিনেত্রী। তিনি সত্যজিৎ রায়ের অভিযান ছবিতেও অভিনয় করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer