ফাইল ছবি
ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে বিয়ে হচ্ছে না আমির কন্যা ইরা খানের। সম্প্রতি বিয়ে না হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এ স্টার কিড।
স্টার কিড হওয়ায় মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান সবসময়ই থাকেন মিডিয়ার চর্চায়। এছাড়া কখনও প্রেমিকের সঙ্গে, কখণও একাধিক বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে আবার কখনও বিচ্ছেদের খবরে বিভিন্ন সময় লাইমলাইটে এসেছেন ইরা। তবে এবার খবরের শিরোনাম হলেন বিয়ে ভাঙার খবর দিয়ে।
বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে চুটিয়ে প্রেম করার পর আমির কন্যা ইরার সঙ্গে নূপুরের বাগদান সম্পন্ন হয়েছিল। গত বছর ১৮ নভেম্বর অনুষ্ঠিত বাগদান শেষে বিয়ের তারিখ নির্ধারিত হয়েছিল আগামী ৩ অক্টোবর। কিন্তু সে বিয়ে আর হচ্ছে না বলে জানিয়েছেন ইরা।
অথচ ইরার বাগদান অনুষ্ঠানে আমিরের প্রাক্তন দুই স্ত্রী সহ পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। বাগদানের অনুষ্ঠানে জমকালো আয়োজনের যেমন কমতি ছিল না ঠিক তেমনি বিয়ের দিনের জমকালো আয়োজন করার কথা ছিল রাজস্থানের উদয়পুরে।
তিন দিনের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল খানদের পারিবারিক বন্ধু ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদেরও। আসন্ন বিয়ের জন্য এরই মধ্যে বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন বাবা আমির। তবে আচমকাই যেন ছন্দপতন ঘটালেন ইরা।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) ইরা লেখেন, এখনই তাদের বিয়ে হচ্ছে না। স্টোরিতে এমন তথ্য দিয়ে কিছুক্ষণ পর আবার ডিলেটও করে দিয়েছেন তিনি।
কেন বিয়ে হচ্ছে না, কেনই বা স্টোরিতে সেই বিয়ে না হওয়ার কথা ডিলেট করলেন সে বিষয়ে কিছুই জানাননি আমির কন্যা। তাই নেটিজেন আর ভক্তদের মধ্যে আমির কন্যা ইরার বিয়ে নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।