Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণায় শীর্ষে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২১, ৮ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণায় শীর্ষে

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯ সালে গবেষণার ক্ষেত্রে র‌্যাংকিং-এ শীর্ষ স্থান দখল করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক স্কোপাস ডাটাবেইজ-এর বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন, সায়েন্টিফিক বাংলাদেশ।

বাংলাদেশ থেকে ২০১৯ সালে গবেষণা নিবন্ধসহ ৬ হাজার বৈজ্ঞানিক ডকুমেন্টস্ প্রকাশিত হয়েছে। প্রকাশের ক্ষেত্রে দেশের শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান দখল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
২০১২ সাল থেকে স্কোপাস ডাটাবেইজের সহায়তায় বাংলাদেশের গবেষণা পরিস্থিতির তালিকা প্রকাশ করে আসছে ‘সায়েন্টিফিক বাংলাদেশ’।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer