Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৭, ৭ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভা

ছবি: বহুমাত্রিক.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের জেলা পরিষদের ডাকবাংলোর হলরুমে এ সভা হয়।

ঠাকুরগাঁও স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম স্বপন, সহ সভপতি অধ্যক্ষ মামুনুর রশীদ, অধ্যক্ষ বদরুল ইসলাম, প্রধান শিক্ষক মশিউর রহমান হিরু, প্রধান শিক্ষক পবারুল ইসলাম, উপাধ্যক্ষ মহাদেব বসাক প্রধান শিক্ষক দীপেন ঝাঁ, সেরেকুল ইসলাম, সহকারি অধ্যাপক বেলাল হোসেন প্রমুখ

বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য স্বাধীনতা পক্ষের সকল শিক্ষককে ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ এবং শিক্ষকদের অধিকার আদায়ে আমরা সচেষ্ট থাকব। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে সচেষ্ট থাকব আমরা সবাই। প্রত্যেকটা উপজেলায় নভেম্বরের মধ্যে কাউন্সিল অনুষ্ঠিত হবে। উপজেলা কাউন্সিল শেষে জেলা কমিটির কাউন্সিল অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বহুমাত্রিক.কম