Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

বশেমুরকৃবি’তে ক্যারিয়ার মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৪, ৬ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বশেমুরকৃবি’তে ক্যারিয়ার মেলা শুরু

গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে রোববার থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপি চাকুরি বিষয়ক মেলা ‘ক্যারিয়ার ফেয়ার’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহ্বুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার সাইফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রহিম আফরোজ বাংলাদেশ লিঃ এর গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কৃষি অর্থনীতি বিভাগের  অধ্যাপক ড. এম. কামরুজ্জামান, পার্টেক্স গ্রুপের আব্দুস সাত্তার, ক্যাটালিস্টের ফারিহা সাদেক সিদ্দিক।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের আয়োজনে মেলার প্রায়োজক কনসিগলারি প্রাঃ লিঃ ও ক্যাটালিস্ট বাংলাদেশ। মেলায় ব্র্যাক, রহিম আফরোজসহ মোট ১১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য খোলা থাকবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables