Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১ ১৪৩২, শনিবার ১৮ অক্টোবর ২০২৫

ঢাকাজেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে কাউসার ও সোবাহান

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৮, ১ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

ঢাকাজেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে কাউসার ও সোবাহান

ছবি: বহুমাত্রিক.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ঢাকা জেলা ছাত্র কল্যাণের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির নির্বাচিত হয়েছেন অনুজীব বিজ্ঞান বিভাগের মোঃ কাউসার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ আব্দুস সোবাহান চৌধুরী।

রোববার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীসহ সকল সাবেক নেতৃবৃন্দের সম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

কমিটিতে অন্যান্যপদে আছেন রিজওয়ান করিম, ফারিস্তা প্রিয়া , আবুবকর সম্পদ,তামজিদ রহমান তনিম সহ মোট ১৬ জন।

নবনির্বাচিত সভাপতি কাউসার হোসেন বলেন,ঢাকার বিভিন্ন অংশের শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করে যাব, শিক্ষার্থী কল্যাণে পাশে থাকবো। আমাদের এই সংগঠন নবীন ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক সেতুবন্ধন হয়ে থাকবে।

সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান বলেন, আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি সকল শিক্ষার্থীদের নিয়ে ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সদস্যদের দিকনির্দেশনায় এগিয়ে যাবে দৃঢ় প্রত্যয়ে দূর্বার গতিতে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables