
ফাইল ছবি
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সারা দেশে মোট ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করেছে। ফলাফলে এমন চিত্র দেখা গেছে।এবারের পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এ বছর ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তবে গত বছর শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫।
এদিন সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়। এবারের ফলাফলে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এ বছর জিপিএ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহীতে ৫৯.৪০ শতাংশ, কুমিল্লায় ৪৮.৮৬ শতাংশ, যশোরে ৫০.২০ শতাংশ, চট্টগ্রামে ৫২.৫৭ শতাংশ, বরিশালে ৬২.৫৭ শতাংশ, সিলেটে ৫১.৮৬ শতাংশ, দিনাজপুরে ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহে ৫১.৫৪ শতাংশ।মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৫৭ শতাংশ।
গত ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা গত শেষ হয় ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।