Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৯ ১৪৩২, শনিবার ০৩ মে ২০২৫

২০২৪ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ২১ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

২০২৪ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ

ফাইল ছবি

আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি।বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষার সময়সূচি (রুটিন) আজই প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
 
চলতি বছর ২০২৩ সালের এসএসসি–সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এতে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় গত ২৮ জুলাই এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer