Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

অনিশ্চিত হয়ে পড়লো ব্যাংক-মোবাইল ব্যাংকিং আন্তঃলেনদেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩, ২৮ অক্টোবর ২০২০

প্রিন্ট:

অনিশ্চিত হয়ে পড়লো ব্যাংক-মোবাইল ব্যাংকিং আন্তঃলেনদেন

বাংলাদেশ ব্যাংকের কারিগরী সীমাবদ্ধতায় অনিশ্চিত হয়ে পড়লো বাণিজ্যিক ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃলেনদেন চালুর উদ্যোগ। মঙ্গলবার থেকে এই সেবা চালুর কথা থাকলেও তা স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার সকালে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আন্তঃলেনদেন চালু স্থগিত করার বিষয়ে মৌখিকভাবে জানায় কেন্দ্রীয় ব্যাংক। অপারেটররা বলছে, কবে নাগাদ এই সেবা চালু করা হবে সে বিষয়ে জানানো হয় নি।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক জানায়, যেসব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন পরীক্ষামূলকভাবে সম্পন্ন হয়েছে, ২৭ অক্টোবর থেকে সেসব প্রতিষ্ঠানের গ্রাহক সেবা দেয়া হবে। বাকিদের এই সেবা চালু করতে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়।