Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫

ডিজেল ও কেরোসিনের দাম কমাল সরকার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ৩১ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

ডিজেল ও কেরোসিনের দাম কমাল সরকার

ফাইল ছবি

ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৫০ পয়সা কমানো হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে পেট্রল ও অকটেনের দাম।

বৃহস্পতিবার জ্বালানি বিভাগের থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেল ও কেরোসিন প্রতি লিটারের খুচরা মূল্য ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১০৫ টাকা ৫০ পয়সা।

উল্লেখ্য, বর্তমানে প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ১২৫ টাকায় আর অকটেন বিক্রি হচ্ছে ১২১ টাকায়।