Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫

ফরিদপুরে এনসিপির পদযাত্রা ঘিরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ১৭ জুলাই ২০২৫

প্রিন্ট:

ফরিদপুরে এনসিপির পদযাত্রা ঘিরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি- সংগৃহীত

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা এড়াতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিন দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা খুলনা থেকে ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছান। দুপুর ১টা ৪০ মিনিটে তারা সার্কিট হাউজে অবস্থান নেন। তাদের কঠোর নিরাপত্তা দিতে এরই মধ্যে ফরিদপুরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে ফরিদপুরের প্রশাসন।

পরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা।

সমাবেশকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়। জনসভাস্থল ছাড়াও আশপাশের মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি টহল দেন সেনাবাহিনীর সদস্যরা। জনসভাস্থলে পুলিশ বিজিবির পাশাপাশি র‍্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়।

এদিকে পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানিয়েছেন, এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকবে। পুলিশ, গোয়েন্দা বাহিনী, কোস্ট গার্ড এবং র‍্যাবের পাশাপাশি সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।