Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১০ ১৪৩০, শনিবার ২৪ ফেব্রুয়ারি ২০২৪

কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে বিজিবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ২৮ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে বিজিবি

ছবি- সংগৃহীত

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে যুক্ত হয়েছেন বিজিবি সদস্যরা। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানেগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।

বিজিবি সদস্যরা কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয়।

শনিবার সকাল থেকে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকলে তা কাকরাইল মোড় ছাড়িয়ে বিচারপতির বাসভবনের সামনের মোড়েও চলে আসে। পরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।

কাকরাইলের সংঘর্ষে এখন পর্যন্ত বেশকয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক আহত হয়েছেন। কাকরাইলের সংঘর্ষ সেগুনবাগিচা ও বিজয়নগরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ এসব এলাকায় কাঁদানেগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer