
ফাইল ছবি
বগুড়ার সারিয়াকান্দিতে জিসান বাবু নামে এক স্কুল শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিসান ধুনট উপজেলার হটিয়ারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
রোববার রাত ১২টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, জিসান স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার মরদেহ চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রে নেয়া হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সুতানারা এলাকা থেকে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। এছাড়া মরদেহের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।