Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৪ ১৪৩১, বুধবার ১৯ জুন ২০২৪

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলন্ত ট্রাকে মশাল দিয়ে আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ২৯ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলন্ত ট্রাকে মশাল দিয়ে আগুন

ছবি- সংগৃহীত

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে একটি চলন্ত সবজিবোঝাই ট্রাকে মশাল দিয়ে আগুন দিয়েছেন অবরোধ সমর্থকরা। বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সলঙ্গা থানার নলকা এলাকায় এ ঘটনা ঘটে।হটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ওয়াদুদ জানান, ট্রাকটি উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

বঙ্গবন্ধু পশ্চিমবঙ্গের মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে সেখানে রাস্তা একটু ভাঙা থাকায় ট্রাকের গতি কমান চালক। এই সুযোগে কয়েকজন অবরোধ সমর্থক মশাল জাতীয় কিছু দিয়ে সামনের ছিটে আগুন ধরিয়ে দেন।

এ সময় চালক ও হেলপার ভয়ে ট্রাকটি থেকে নেমে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। পরে ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে থানায় নেয়া হয় বলে জানান ওসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer