Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩২, বুধবার ৩০ এপ্রিল ২০২৫

যশোরে ডিপ্লোমা নার্সদের কর্মবিরতি দিয়ে বিক্ষোভ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ২৮ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

যশোরে ডিপ্লোমা নার্সদের কর্মবিরতি দিয়ে বিক্ষোভ

ছবি- সংগৃহীত

যশোরে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছে ডিপ্লোমা নার্সরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টা  থেকে শোর জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় আন্দোলনকারীরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবি জানান।

সংগঠনের সভাপতি বিপ্লব আলীর নেতৃত্বে শতাধিক স্টুডেন্ট নার্স হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। দুপুর ১২টা পর্যন্ত এ বিক্ষোভ চলে। এসময় তারা বলেন, উচ্চ মাধ্যমিক পাশের পর তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমা কোর্সে ভর্তি হন। এরপর তিনবছর লেখাপড়ার পর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬ মাসের ইন্টার্নশিপ করেন। কিন্তু চাকরির বাজারে তাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ বলে বিবেচনা করা হয়।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য তাদের ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমান করতে হবে। দাবি আদায় না হলে সারাদেশে কমপ্লিট সাটডাউন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer