Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৫, ৮ মে ২০২৫

প্রিন্ট:

ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

ফাইল ছবি

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাকিস্তানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। বৃহস্পতিবার স্থানীয় সময় ৯টার দিকে এই হামলা চালানো হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হিরানগরে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, রাত ৯টার কিছু আগে জম্মু-কাশ্মিরজুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এর পরপরই শহরে সাইরেন বাজিয়ে ও ব্ল্যাকআউট করে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।

এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও স্থানীয় বাসিন্দারা নিজেদের মোবাইল ফোনে ধারণ করে সংবাদমাধ্যমটির কাছে পাঠিয়েছে।ভিডিওতে জম্মু-কাশ্মীরের আকাশে আলোর ঝলকানি দেখা যায়। এর পরপরই বিস্ফোরণ ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান ক্ষেপণাস্ত্র ছোড়ার সঙ্গে সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাকটিভ হয় এবং বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জম্মু এয়ারপোর্টের কাছে শক্তিশালী বিস্ফোরণের পর পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer