Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ মে ২০২৫

১৫ মে থেকে নাটোরের বাজারে আসছে আম ও লিচু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ৮ মে ২০২৫

প্রিন্ট:

১৫ মে থেকে নাটোরের বাজারে আসছে আম ও লিচু

ছবি- সংগৃহীত

নাটোরে আগামী ১৫ মে থেকে গাছ থেকে আম ও লিচু সংগ্রহ শুরু হবে। ধাপে ধাপে ১৪টি জাতের আম ও দুটি জাতের লিচু সংগ্রহ করে বাজারজাত করা হবে ১০ আগস্ট পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। বৈঠকে নিরাপদ ও পরিপক্ব ফল সংগ্রহ নিশ্চিত করতে সময়সূচি নির্ধারণ করা হয়।

জেলা প্রশাসক জানান,
১৫ মে থেকে স্থানীয় দেশীয় জাতের গুটি আম
২৫ মে থেকে গোপালভোগ
৩০ মে থেকে রাণীপছন্দ ও খিরসাপাত
২ জুন থেকে লক্ষণভোগ
১২ জুন থেকে ল্যাংড়া
১৫ জুন থেকে আম্রপালি
২০ জুন থেকে হাড়িভাঙ্গা
২৫ জুন থেকে মোহনভোগ ও ফজলি
৫ জুলাই থেকে মল্লিকা
১০ জুলাই থেকে বারি আম-৪
২০ জুলাই থেকে আশ্বিনা এবং
১০ আগস্ট থেকে গৌরমতি আম সংগ্রহ করা যাবে।]

লিচুর ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করা হয়েছে:
১৫ মে থেকে মুজাফফর জাতের লিচু এবং
২৫ মে থেকে বোম্বাই জাতের লিচু সংগ্রহ করা যাবে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের আগে কোনো আম বা লিচু গাছে পরিপক্ক হলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি নিয়ে তা সংগ্রহ করা যাবে। তবে সময়সীমার আগেই অপরিপক্ব ফল বাজারজাত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
 
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় ৫ হাজার ৬৯৪ হেক্টর জমিতে ৭২ হাজার ৮৬ মেট্রিক টন আম এবং ৮৮৭ হেক্টর জমিতে ৬ হাজার ৫০৮ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer