Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২১ ১৪৩২, সোমবার ০৫ মে ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৭, ৫ মে ২০২৫

প্রিন্ট:

ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

ফাইল ছবি

ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। তা নিয়ে রোববার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেন এবং পরিস্থিতির রাজনৈতিক সমাধানে রাশিয়ার প্রস্তুতির কথা জানান।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতি বিশেষ মনোযোগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২২শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে এই উত্তেজনা চরমে পৌঁছেছে। রাশিয়া বলেছে, যদি উভয় পক্ষ সম্মত হয় তাহলে তারা রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কাজ করতে প্রস্তুত। এর আগে ল্যাভরভ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গেও ফোনে কথা বলেন এবং দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ  মেটাতে আহ্বান জানান। কাশ্মীর হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং বহু দশক ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ, বিদ্রোহ ও কূটনৈতিক সংঘর্ষের  কেন্দ্রবিন্দু। সেখানে সাম্প্রতিক হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন। একে ভারত সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। রাশিয়া ঐতিহাসিকভাবে ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী এবং সোভিয়েত আমল থেকে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় আছে। তবু এই উত্তপ্ত পরিস্থিতিতে মস্কোর মধ্যস্থতার প্রস্তাব একটি কৌশলগত ভারসাম্য রক্ষা করার ইঙ্গিত দেয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer