Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৯ ১৪৩২, শনিবার ০৩ মে ২০২৫

কাশ্মীরে হত্যাকাণ্ড সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অঙ্গীকারকে দৃঢ় করেছে: প্রণয় ভার্মা

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ০১:১৫, ৩ মে ২০২৫

আপডেট: ০১:১৬, ৩ মে ২০২৫

প্রিন্ট:

কাশ্মীরে হত্যাকাণ্ড সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অঙ্গীকারকে দৃঢ় করেছে: প্রণয় ভার্মা

ছবি: সংগৃহীত

কাশ্মীরে হত্যাকাণ্ড সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, এই হত্যাকাণ্ড আমাদের সামগ্রিক চৈতন্যে নাড়া দিয়েছে। এটা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অভিশাপকে শেষ করে দিতে আমাদের সংগ্রামের অঙ্গীকারকে আরও পাকাপোক্ত করেছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরে হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে শুক্রবার হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে প্রণয় ভার্মা এসব কথা বলেন।

আয়োজনের কথা তুলে ধরে ফেসবুক পোস্টে হাইকমিশন জানিয়েছে, হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন একটি ভাবগাম্ভীর্যপূর্ণ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। হাইকমিশন জানায়, হাইকমিশনার প্রণয় ভার্মার পাশাপাশি ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীও সে আয়োজনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে গত ২২ এপ্রিল ওই হামলায় ২৬ জন নিহত হন। হামলার ক্ষেত্রে পাকিস্তান সন্ত্রাসীদের সহযোগিতা করেছে বলে ভারতের অভিযোগ।

হামলার পর দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে আরও অবনতি ঘটে। তারা কূটনৈতিক সম্পর্ক সীমিত করে ফেলে; একে অপরের নাগরিকদের  বিতাড়িত করাসহ দ্বিপক্ষীয় নানা চুক্তিও স্থগিত হয়ে যায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer