Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২১ ১৪৩২, সোমবার ০৫ জানুয়ারি ২০২৬

যশোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস বর্জন ও শাটডাউন কর্মসূচি পালন

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৬, ৫ মে ২০২৫

প্রিন্ট:

যশোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস বর্জন ও শাটডাউন কর্মসূচি পালন

ফাইল ছবি

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা দিবসটি বর্জন করেছেন। সোমবার তারা ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে বিরত থাকেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সকে এখনো ডিগ্রি সমমানের স্বীকৃতি দেওয়া হয়নি। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় তারা এই বর্জন কর্মসূচি পালন করছেন।

এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন এবং ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন।

তারা জানান, আগামী ৬ মে কর্মসূচি চলবে। তবে আগামী ৬ মে’র মধ্যে লিখিত স্বীকৃতি না মিললে ৭ মে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা।

Walton
Walton