Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২১ ১৪৩২, সোমবার ০৫ মে ২০২৫

রাজশাহী রেলস্টেশনে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৫, ৫ মে ২০২৫

প্রিন্ট:

রাজশাহী রেলস্টেশনে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ছবি- সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।সোমবার সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্য সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটে।

বনলতা ট্রেনের যাত্রীরা বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মের কাছাকাছি এমন সময় বিকট শব্দ। পরে দেখা যায় একটি বগির চাকা ভেঙ্গে লাইনচ্যুত হয়েছে। বগি থেকে যাত্রীরা নেমে যাওয়ার পরে রেলের লোকজন আসেন ঘটনাস্থলে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রেলওয়ে স্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer