Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ মে ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হোক: ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ৮ মে ২০২৫

প্রিন্ট:

ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হোক: ট্রাম্প

ফাইল ছবি

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশকেই তিনি ভালোভাবে চেনেন।তিনি চান এই সংঘাত বন্ধ হোক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

বুধবার পাকিস্তান ও পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। এই ঘটনার পর সামরিক বাহিনীকে পাল্টা হামলার অনুমোদন দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান বলছে, ভারতকে এই হামলার ‘মূল্য দিতে হবে’। 

এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে সংক্ষেপে মন্তব্য করেছেন। সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক।’

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক। আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই পাশে থাকব।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer