Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ মে ২০২৫

পাকিস্তানে ভারতের হামলায় নিহত বেড়ে ৩১

প্রকাশিত: ১০:০৫, ৮ মে ২০২৫

প্রিন্ট:

পাকিস্তানে ভারতের হামলায় নিহত বেড়ে ৩১

ছবি- সংগৃহীত

পাকিস্তানে ভারতের বিমান হামলায় নিহত বেড়েদাঁড়িয়েছে ৩১ জনে। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। পাকিস্তানি সেনাবাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ। 

বুধবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি জায়গার ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত। ভারত সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালিয়েছে এবং এতে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।

পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer