Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ মে ২০২৫

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ৭ মে ২০২৫

প্রিন্ট:

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

ফাইল ছবি

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

এদিকে মঙ্গলবার রাতে হামলা-পাল্টা হামলার উত্তেজনা ছড়িয়েছে সীমান্তেও। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি ও মর্টার হামলা শুরু হয়েছে।

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের হাভেলি জেলার ডেপুটি কমিশনার ইমরান শাহীন জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে সীমান্তে তীব্র গোলাবর্ষণ শুরু হয়। তিনি বলেন, হাভেলি জেলার ফরওয়ার্ড কাহুটা শহরে দুটি মর্টার একটি বাড়িতে আঘাত হানে। এতে দুজন পুরুষ নিহত হন এবং একাধিক নারী ও শিশু আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরেকটি গ্রামেও সীমান্ত পেরিয়ে আসা গুলিতে এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা জানিয়েছে, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

চলমান উত্তেজনার কারণে পাক-অধিকৃত কাশ্মীরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং চলমান পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

সীমান্তের দুই পাশেই এখন উত্তেজনা চরমে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer