Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ মে ২০২৫

পোর্ট সুদানে বিস্ফোরণ : শহরে ত্রান প্রবেশে বাধা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯, ৭ মে ২০২৫

প্রিন্ট:

পোর্ট সুদানে বিস্ফোরণ : শহরে ত্রান প্রবেশে বাধা

ছবি- সংগৃহীত

পোর্ট সুদানে টানা চতুর্থ দিনের মতো হামলা অব্যাহত আছে। সুদানিজ সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সর্বশেষ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুবছর ধরে সংঘাতে লিপ্ত রয়েছে সুদানের এ দুটি গ্রুপ।

বুধবার সুদানের একটি বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। যা শহরটিতে প্রয়োজনীয় সহায়তা প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ। সেখানকার বাসিন্দারা হামলার জন্য আরএসএফ’কে দায়ী করেছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বুধবার সেনাবাহিনীর এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, একটি ড্রোন হামলার কারণে ওই বিস্ফোরণ হয়েছে। লোহিত সাগরের উপকূলে অবস্থিত ওই বন্দরে যুদ্ধ শুরুর পর থেকে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। 

এদিকে পোর্ট সুদানে হামলায় শহরটিতে প্রয়োজনীয় ত্রাণ বিতরণে ব্যাঘাতের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। কিছু অঞ্চলে দুর্ভিক্ষও দেখা দিয়েছে। উল্লেখ্য, সুদানে যাওয়া সকল সহায়তা উপকরণই পোর্ট সুদান দিয়ে যায়। এ কারণে মঙ্গলবার একে ‘মানবিক অপারেশনের লাইফলাইন’ বলে অভিহিত করে জাতিসংঘ। এছাড়া সংস্থাটির তরফে সুদানে মানবিক সংকট আরও বৃদ্ধির বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। এক সামরিক কর্মকর্তা বলেন, মঙ্গলবার ওই শহরের বিমানবন্দর, হোটেল ও বন্দরকে লক্ষ্যবস্তু করে আরএসএফ। এরপরই সর্বশেষ হামলাটি করা হয়। যদিও আধা-সামরিক গোষ্ঠীটি হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

সুদানের তথ্যমন্ত্রী খালিদ আলেইজার মঙ্গলবার বন্দরটির দক্ষিণ অংশ পরিদর্শন করেন। সেখানে তিনি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে অস্ত্র দেয়ার অভিযোগ করেন এবং দেশটির সমালোচনা করেন। আলেইজার বলেন, আমরা আমাদের বৈধ লড়াই চালিয়ে যাবো। প্রতিরক্ষামন্ত্রী ইয়াসিন ইব্রাহিম বলেন, সরকার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত প্রত্যাহার ও উপসাগরীয় দেশটিতে নিজেদের দূতাবাস বন্ধের মতো সিদ্ধান্ত নিয়েছে।  তিনি আরও বলেন, পুরো বিশ্ব দুই বছরের বেশি সময় ধরে সুদানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তার বিরুদ্ধে আরব আমিরাতের আগ্রাসনের অপরাধ দেখেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer