Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ মে ২০২৫

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ৭ মে ২০২৫

প্রিন্ট:

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি

ছবি- সংগৃহীত

ভারতের হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানকার সব শিক্ষাপ্রতিষ্ঠান। বাসিন্দাদের ঘরে থাকতে ও প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানান, হাসপাতাল ও নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার কিছু পরে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

এদিকে ভারত সরকার দাবি করেছে, দেশটির সশস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

অপরদিকে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের হামলার জেরে কড়া হুঁশিয়ারি দিয়েছে। হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।  

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer