
ফাইল ছবি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকা থেকে এক ছাত্রীকে (১৮) অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। অপহৃত ছাত্রী স্থানীয় বাগিয়া উচ্চ বিদ্যালয় থেকে গতবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
অপহৃত ছাত্রীর বাবা অভিযোগে জানান, তার মেয়েকে অপহরণের বিষয়ে তিনি স্থানীয় পারভেজ (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে কোনাবড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ এখনও ভিক্টিমকে উদ্ধার করতে পারেনি।
স্কুলে যাওয়া আসার পথে তার মেয়েকে কোনাবাড়ি নছের মার্কেট এলাকার হাজী আব্দুল আজিজের ছেলে পারভেজ প্রায়ই উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিতো। বিষয়টি মেয়ের মা জানতে পেরে ছেলের বাবাকে তা জানায়। কিন্তু ছেলের বাবা উল্টো মেয়ের মাকে নানারকম হুমকী দেয় এবং ভয়ভীতি দেখায়। পারভেজ বিবাহিত এবং তার বাবা ও শ্বশুর অত্যন্ত প্রভাবশালী ও অর্থ সম্পদের মালিক। অপরদিকে ময়ের বাবা একজন হতদরিদ্র সবজি বিক্রেতা। তাই তারা বিষয়টি নিয়ে আর দেনদরবার করতে সাহস পায়নি।
এর মধ্যে গত ৮ নভেম্বর সকাল ১০টার দিকে ওই মেয়ে তার ভাতিজীকে দেখার জন্য বাড়ি থেকে কোনাবাড়ি পপুলার হাসপাতালের উদ্দেশ্যে বের হয়। কিন্তু অদূরে রেল লাইনের পাকা রাস্তার ওপর পৌঁছা মাত্র পারভেজ ২/৩জন অজ্ঞাত সঙ্গী নিয়ে জোরপূর্বক তার মেয়েকে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে মেয়ের বাবা পরদিন ৯ নভেম্বর কোনাবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন।
কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। মেয়ের বাবা এ ব্যাপারে থানায় জিডি করেছেন। অপরদিকে ছেলের বাবাও ছেলের সন্ধান পেতে একটি জিডি করেছেন। উপয় পক্ষের অভিভাবককে থানায় এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা তাদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছি।