Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

সিরাজগঞ্জে গলা কেটে যুবককে হত্যা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ২২ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

সিরাজগঞ্জে গলা কেটে যুবককে হত্যা

ফাইল ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে এক যুবককে গোলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল বাজারের উত্তরে একটি বেতের ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মানিক হোসেন শের সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। মঙ্গলবার রাতের কোনো সময়ে তাকে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে। 

কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনের রহস্য উন্মোচনে অনুসন্ধান চলছে।’ 

সিরাজগঞ্জ পিবিআই পুলিশের এসপি রেজাউল ইসলাম জানান, ছায়া তদন্তে তাদের একটি দল ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer