
ছবি: বহুমাত্রিক.কম
ন্যাশনাল মাইম ইনস্টিটিউট কলকাতার প্রাক্তন ছাত্রী ও প্রশিক্ষক প্রিয়াংকা মন্ডল। ইন্ডিয়ান মাইম থিয়েটারের আর্টিস্ট তিনি। বুধবার সন্ধ্যায় দেখা গেলো গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্র হাবিব উল্লাহ সরণিতে মঞ্চমুখ কালচারাল ইনস্টিটিউট এর মহড়া কক্ষে।
মুক্তমঞ্চ নিবার্কদল, গাজীপুর এর আয়োজনে তিনদিনের মাইম নির্মাণ কর্মশালা করাচ্ছেন তিনি। পল্লী কবি জসিমউদ্দীন এর নকশিকাঁথার মাঠ অবলম্বনে কর্মশালায় ‘সাজু কলাইয়ের’ প্রেম নির্মাণে ব্যস্ত জলপাইগুড়ি মাইম থিয়েটারের পরিচালক এই প্রিয়াংকা মন্ডলের দ্বিতীয় দিনের কর্মশালার কিছু চিত্র ক্যামেরাবন্দী করে ফেললেন নাট্যকার খন্দকার রফিক।