Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

বিশ্বের প্রথম অর্ধ-ডুবন্ত জাদুঘর মালদ্বীপে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৯, ১১ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিশ্বের প্রথম অর্ধ-ডুবন্ত জাদুঘর মালদ্বীপে

ঢাকা : একেবারে সাগরের মাঝে বিচ্ছিন্ন এক স্থাপনা। জোয়ার-ভাটার পানিতে কখনো ডুবছে কখনো ভাসছে- এমনই এক অদ্ভুত জাদুঘর তৈরি করছে মালদ্বীপ।

মালদ্বীপ ডুবে যাচ্ছে সমুদ্রে। বিষয়টি অনেক দিন ধরেই ধীরে ধীরে বাস্তবতা হয়ে উঠেছে। আর এ বিষয়টিকে সবার সামনে তুলে ধরতে মালদ্বীপে তৈরি করা হয়েছে অর্ধ-ডুবন্ত জাদুঘরের।

বিশ্বে প্রথমবারের মতো সেই অর্ধ-ডুবন্ত জাদুঘর তৈরি করছে মালদ্বীপ। এই গ্রীষ্মের শুরুতে কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড কর্তৃপক্ষ এ জাদুঘর নির্মাণের ঘোষণা দিয়েছে। এটা হবে বিশ্বের প্রথম এ ধরনের স্থাপনা।

পুরোপুরি পানির নিচে ডুবে থাকবে না এ জাদুঘর। অর্ধেক পানির নিচে, অর্ধেক ওপরে- এভাবেই তৈরি করা হবে। মূলত বিশ্বের পর্যটকরা যাতে শৈবাল অঞ্চল সংরক্ষণের বিষয়ে সচেতন হন জাদুঘরটি সে কাজেও ব্যবহার করা হবে।

পানির নিচে ভাষ্কর্য পার্ক ও অন্যান্য স্থাপনাও রয়েছে সেখানে। জাদুঘরটি নির্মাণের সঙ্গে জড়িত পরিবেশবিদ জেসন ডি সাইরেস টেইলর জানান, স্থাপনাটি হবে সুরক্ষিত। জাদুঘরটি মালদ্বীপের শৈবাল রক্ষায় সচেতনতা সৃষ্টি করতে কাজ করবে।

সংগৃহীত 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer