ভোলার চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় ইসলামী আন্দোনের নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামী আন্দোলনের তিনকর্মী আহত হয়েছেন। বুধবার সকালে পৌর সভার ৬ নম্বার ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।