ফাইল ছবি
ভাংচুর ও অগ্নিসংযোগ চলাকালে ডেইলি স্টারের সামনে হেনস্তার শিকার হয়েছেন নিউএজ সম্পাদক নুরুল কবীর। ডেইলি স্টার ভবনে হামলার খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর একদল লোক তাকে ঘিরে হেনস্তার চেষ্টা চালায়। কয়েকজনকে তার গায়ে হাত দিতেও দেখা যায়। পরে নুরুল কবীর ডেইলি স্টার ভবনে প্রবেশ করেন।




