Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

৩ দিনের মধ্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের নতুন তালিকা: মহাপরিচালক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০০, ২৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:১১, ২৬ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

৩ দিনের মধ্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের নতুন তালিকা: মহাপরিচালক

ফাইল ছবি

এ বছর বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের কারও বিরুদ্ধে অপরাধে যুক্ত থাকার অভিযোগ থাকার কারণেই সাময়িকভাবে তালিকা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

তিনি বলেন, তালিকার মধ্যে কেউ জুলাই গণহত্যায় অভিযুক্ত থাহলে, সেটি বাতিল করা হবে। তিন দিনের মধ্যে পুরস্কারপ্রাপ্তদের নতুন তালিকা প্রকাশ হবে ।

শনিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে তালিকা স্থগিতের তথ্য জানানো হয়

এতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪' এর এক সভা শনিবার সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সভায় উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্বঘোষিত 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪' এর পুনর্বিবেচনার প্রয়োজন সম্পর্কে আলোচনা হয়। উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়।

এতে আরও বলা হয়, এই অবস্থায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হলো। অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে।