Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৮ ১৪৩১, বৃহস্পতিবার ০২ মে ২০২৪

সৌদি আরবে চাঁদ দেখা যায়নি : ঈদ বুধবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ৮ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

সৌদি আরবে চাঁদ দেখা যায়নি : ঈদ বুধবার

ফাইল ছবি

সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী ‍বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবে সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে এবার দেশটিতে ৩০ রোজা হবে। এক্স-এ এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম ইনসাইড দ্য হারামাইন।  

সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে শুরু হয় রোজা। সেই হিসাবে সোমবার ছিল পবিত্র রমজান মাসের ২৯ তারিখ।
 
গত শনিবার সৌদি সুপ্রিম কোর্ট নাগরিকদের সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানায়। 

খালি চোখে হোক আর দূরবীনের মাধ্যমেই হোক, চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করা হয়। সেই সঙ্গে কেউ চাঁদ দেখলে তাকে কাছের আদালতে গিয়ে সাক্ষ্য দেয়ার জন্য অনুরোধ জানানো হয়। 

সেই আহ্বান সাড়া দিয়ে এদিন মাগরিবের নামাজের পর পশ্চিম আকাশে চোখ রাখেন দেশটির লাখ লাখ মুসল্লি। তবে এদিন চাঁদ দেখা যায়নি। 

সন্ধ্যার কিছুক্ষণ পরই ইনসাইড দ্য হারামাইন এক ঘোষণায় জানায়, শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

এর মানে সৌদিতে এবার পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে। গত বছর দেশটিতে রমজান মাস ২৯ দিনের হয়েছিল অর্থাৎ ২৯টি রোজা হয়েছিল। 
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer