Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, রোববার ২৮ এপ্রিল ২০২৪

পদ্মা সেতুতে বসছে অপটিক্যাল ফাইবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ২১ মার্চ ২০২৪

প্রিন্ট:

পদ্মা সেতুতে বসছে অপটিক্যাল ফাইবার

ফাইল ছবি

দেশের দক্ষিণাঞ্চলে দ্রুত গতির ফাইভজি সুবিধা পৌঁছে দেবার জন্য পদ্মা সেতুর ওপর দিয়ে স্থাপিত হচ্ছে অপটিক্যাল ফাইবার। মূল সেতুসহ দুইপাশে প্রায় ২২ কিলোমিটার অপটিক্যাল ফাইবার স্থাপন করবে বেসরকারি প্রতিষ্ঠান বাহন লিমিটেড

বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করেছে বাহন। সেতু কর্তৃপক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মাসেতু, সেতুর অ্যাপ্রোচ রোড ও অধিগ্রহণকৃত জমি ১৫ বছরের লিজ চুক্তির ভিত্তিতে ব্যবহার করে বাহন লিমিটেড ২১ দশমিক ৯৫ কিলোমিটার অপটিক্যাল ফাইবার স্থাপন করবে। এ চুক্তির মাধ্যমে পদ্মা সেতুর ওপর দিয়ে স্থাপিত অপটিক্যাল ফাইবারের মাধ্যমে বাহন লিমিটেড অন্যান্য জেলার সঙ্গে দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল, যশোর, গোপালগঞ্জসহ ১৭টি জেলার সঙ্গে বিদ্যমান অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্কের মাধ্যমে ফাইভজি সেবা নিশ্চিত করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) রূপম আনোয়ার, বাহন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা এফএম রাশেদ আমিন (বিদ্যুত) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer