Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৬ ১৪৩১, শুক্রবার ১০ মে ২০২৪

এমভি আবদুল্লাহ দেশের পথে রওনা হচ্ছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ২৭ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

এমভি আবদুল্লাহ দেশের পথে রওনা হচ্ছে

ছবি- সংগৃহীত

সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হবে রোববার। শনিবার দুবাইয়ের আল-হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আবদুল্লাহতে কার্গো (পণ্য) লোড করা শেষ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজ মালিকপক্ষ চট্টগ্রামের কবির গ্রপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

শনিবার রাতে তিনি বলেন, আল হামরিয়া বন্দরে কয়লা খালাসের পর জাহাজটি শুক্রবার দুবাইয়ের আরেকটি বন্দরে পৌঁছে

সেখান থেকে পণ্য পরিবহন করে আগামীকাল চট্টগ্রামের উদ্দেশে এমভি আবদুল্লাহ দুবাই ছেড়ে আসবে। ক্যাপ্টেনসহ ২৩ নাবিক একসঙ্গে আসছেন। তিনি আরো বলেন, সবকিছু ঠিকটাক থাকলে আগামী মাসের মাঝামাঝিতে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। নাবিকদের সবাই সুস্থ আছেন, ভালো আছেন।

দীর্ঘ ৩৩ দিন পর চলতি মাসের ১৩ এপ্রিল সোমালি সশস্ত্র দস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার আট দিনের মাথায় গত ২১ এপ্রিল বিকেলে ২৩ নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দুবাই পৌঁছে।

জাহাজটি আল হামরিয়া বন্দরের বহিনোঙর থেকে বন্দরের জেটিতে ভিড়ে ২২ এপ্রিল রাতে। এরপর মুক্তি পাওয়া নাবিকদের জাহাজ মালিকপক্ষের পাঠানো প্রতিনিধি দল ফুল দিয়ে বরণ করে। জাহাজে ২৩ নাবিকের মধ্যে চট্টগ্রামের রয়েছেন ১২ জন।

২৩ নাবিকের সবাই একসঙ্গে চট্টগ্রাম এসে এখান থেকে নিজ নিজ এলাকায় বাবা বাড়িতে যাওয়ার কথা রয়েছে তাদের। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer