Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৭ ১৪৩১, বৃহস্পতিবার ০২ মে ২০২৪

চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ বহাল : রোজায় স্কুল বন্ধই থাকছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪, ১১ মার্চ ২০২৪

প্রিন্ট:

চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ বহাল : রোজায় স্কুল বন্ধই থাকছে

ফাইল ছবি

রমজানে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার চেম্বার জজ এনায়েতুর রহিম এ আদেশ দিয়ে এ সংক্রান্ত একটি রিট শুনানীর জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। 

মঙ্গলবার আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হবে। ফলে আপিল বিভাগের আদেশ না আসা পর্যন্ত রোজার সময় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধই থাকবে।  

রোজায় বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল: হাইকোর্ট রোজায় বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল: হাইকোর্ট 

গত ৮ ফেব্রুয়ারি আলাদা দুই প্রজ্ঞাপনে প্রাথমিক স্কুল রমজানের প্রথম ১০ দিন ও মাধ্যমিক স্কুল ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মাহমুদা খানম।

 রোববার রিটের শুনানি নিয়ে রমজানের প্রথম দিন থেকেই স্কুল বন্ধের আদেশ দেন বিচারপতি কামরুল কাদের ও বিচাপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। 

রিটকারী আইনজীবী মাহমুদা খানম এ দিন সাংবাদিকদের বলেন, যানজট ও শিক্ষার্থীদের অবস্থা বিবেচনায় এনে তিনি রিট করেছিলেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer