Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

সেনাবাহিনী নেই যেসব দেশে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৩, ১৪ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

সেনাবাহিনী নেই যেসব দেশে

ঢাকা : বিশ্বে এমন অনেক দেশই আছে যাদের নেই কোনো সেনাবাহিনী। সেনাবাহিনী ছাড়ায় বেশ ভালোই চলছে দেশগুলো। চলুন জেনে নেই তেমন কয়েকটি দেশ সম্পর্কে

কোস্টারিকা : মধ্য অ্যামেরিকার দেশ কোস্টারিকায় ১৯৪৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছিল৷ নির্বাচন না মেনে বিদ্রোহিরা ক্ষমতা দখল করে নেয়৷ তারপর সেনাবাহিনী বিলুপ্ত ঘোষণা করে তারা৷ ১৯৫৩ সাল থেকে এ পর্যন্ত মোট ১৪টি প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে দেশটিতে৷ সবগুলোই হয়েছে শান্তিপূর্ণ৷

লিস্টেনস্টাইন : মধ্য ইউরোপের দেশ লিস্টেনস্টাইনে সেনাবাহিনী নেই ১৮৬৮ সাল থেকে৷ দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেনাবাহিনীর পেছনে আর ব্যয় না করার সিদ্ধান্ত থেকেই তা বিলুপ্ত করা হয়েছিল৷

সামোয়া : নিউজিল্যান্ড থেকে ১৯৬২ সালে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে সামোয়া৷ তখন থেকেই তাদের সেনাবাহিনী নেই৷ নিউজিল্যান্ড বলেছিল, যেকোনো বিপদে পাশে দাঁড়াবে৷ সেই ভরসায় আর সেনাবাহিনী গড়েনি দেশটি৷

অ্যান্ডোরা : ইউরোপের দেশ অ্যান্ডোরা স্বাধীন ভূখণ্ড হিসেবে আত্মপ্রকাশ করে ১২৭৮ সালে৷ স্পেন আর ফ্রান্স আশ্বাস দিয়েছে, অ্যান্ডোরার নিরাপত্তা বিঘ্নিত হলে এগিয়ে আসবে৷ বন্ধু রাষ্ট্রের আশ্বাসের কারণে সেনাবাহিনী গড়েনি দেশটি।

টুভালু, ভ্যাটিকান সিটি, গ্রানাডা : টুভালুর ক্ষেত্রফল মাত্র ২৬ বর্গ কিলোমিটার৷ এখনো সেনাবাহিনীর দরকার মনে করেনি দেশটির সরকার৷ ইতালির রাজধানী রোমের ভেতরে হলেও ভ্যাটিকান স্বাধীন ভূখণ্ড৷ ক্ষেত্রফল মাত্র শূন্য দশমিক ৪৪ বর্গ কিলোমিটার। ভ্যাটিকানেরও কোনো সেনাবাহিনী নেই। এছাড়া ৩৬ বছর হলো গ্রানাডার নিয়মিত কোনো সেনাবাহিনী নেই। একটি বড় এবং ছয়টি ছোট দ্বীপ নিয়ে গড়া এই দেশটির ক্ষেত্রফল ৩৪৪ বর্গকিলোমিটার।

নাউরু : প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ নাউরুর নিরাপত্তার দায়িত্ব সত্যি সত্যিই নিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। ২১ দশমিক ১০ বর্গকিলোমিটার ক্ষেত্রফল এবং ১০ হাজার অধিবাসীর এই দেশটিতেও তাই সেনাবাহিনী নেই৷

Walton Refrigerator cables
Walton Refrigerator cables