Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

২৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ২২ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

২৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট’। আগামী ২৪ ২৬ সেপ্টেম্বও অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় তিন দিনের এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে সাউথ এশিয়ান চেজ কাউন্সিল।

এই টুর্নামেন্টে দক্ষিন এশিয়া ছাড়াও অংশ নিচ্ছে ভিয়েতনাম, সিঙ্গাপুর ও রাশিয়ার দাবাড়–রা। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামিম আজ বাসসকে একথা জানিয়েছেন।
টুর্নামেন্ট উপলক্ষে আগামীকাল হোটেল ওয়েস্টিনে আয়োজন করা হয়েছে এক সংবাদ সম্মেলনের।

সেখানে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য সাংবাদিকদের কাছে উপস্থাপন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী নাফিজ শরাফত সহ দাবা ফেডারেশনের কর্মকর্তারা।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables