Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ: মেয়র তাপস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৫, ১ আগস্ট ২০২০

প্রিন্ট:

২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ: মেয়র তাপস

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

নামাজ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা নগরীর বর্জ্য অপসারণ করা হবে। এ জন্য দুপুর ২টা থেকে বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে। সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা-কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, রাত ১২টার পর থেকে হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।