Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

২২ মে থেকে ট্রেনের আগাম টিকিট : রেলমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ১৫ মে ২০১৯

প্রিন্ট:

২২ মে থেকে ট্রেনের আগাম টিকিট : রেলমন্ত্রী

ছবি: পিআইডি

ঢাকা : ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ২২ মে। চলবে ২৬ মে পর্যন্ত। রেলের ফিরতি টিকিট বিক্রি ২৯ মে শুরু হয়ে চলবে ২ জুন পর্যন্ত।

বৃহস্পতিবার রাজধানীর রেলভবনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলন এ কথা জানান রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

মন্ত্রী জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ কিংবা ৬ জুন ঈদুল ফিতর পালিত হবে। তবে আগামী ৫ জুন ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।

তিনি জানান, ২২ মে দেয়া হবে ৩১ মের টিকিট, ২৩ মে দেয়া হবে ১ জুনের, ২৪ মে দেয়া হবে ২ জুনের, ২৫ মে দেয়া হবে ৩ জুনের এবং ২৬ মে দেয়া হবে ৪ জুনের টিকিট।