Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ২ এপ্রিল ২০২১

প্রিন্ট:

১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ।

খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. মঈন উদ্দিন খান জানান, ৩ এপ্রিল থেকে সুন্দরবনের ভেতরে পর্যটক প্রবেশে নিষোধাজ্ঞা জারি করা হয়েছে। বনের ভেতরে বন বিভাগের আওতাধীন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে বন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর ১৯ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় ৭ মাস সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ ছিল।