Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

১২৪ প্রতিষ্ঠানের ভিএসপি লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২, ৭ আগস্ট ২০১৯

প্রিন্ট:

১২৪ প্রতিষ্ঠানের ভিএসপি লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি

ঢাকা :  মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১২৪টি প্রতিষ্ঠানের ভিওআইপি সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান জানান, গত ৫ আগস্ট লাইসেন্স বাতিলের এ আদেশ জারি করা হয়।

বিআরটিসি বলছে, ১২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টি প্রতিষ্ঠান সরকারের বকেয়া পাওনা পরিশোধ করেনি এবং যথাসময়ে নবায়নের আবেদন করেনি। আর বাকি ১৮টি প্রতিষ্ঠান যথাযথভাবে আবেদন না করায় ওই প্রতিষ্ঠানসমূহের ভিএসপি লাইসেন্স নবায়ন করা সম্ভব হয়নি।

এখন ওই প্রতিষ্ঠানগুলো থেকে আগের লাইসেন্সসমূহের অধীনে কার্যক্রম অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়াও যেসব প্রতিষ্ঠানের কাছে সরকারের বকেয়া পাওনা রয়েছে, তাদের বিজ্ঞপ্তির জারির এক মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।